শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ মার্চ ২০২৪ ২২ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রিয়েলিটি শো। সেখানে উপস্থিত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যেমন মজা করলেন, তেমন মজার ছলেই বললেন রাজনীতির জটিল কথা। গত কয়েকদিন ধরে ট্রেলর, টিজার দেখে নজর ছিল রবিবারের দিকে। যিনি রাজ্য চালান, রিয়েলিটি শোতে গিয়ে, রাজনীতির কঠিন কথার বাইরে তিনি কী কথা বলেন সেদিকেই। রবিবার, ৩ মার্চ, রাত ৮টা থেকে রিয়েলিটি শো "দিদি নং ১"- এর বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। যেখানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল তাঁর বড় হওয়া কথা, একই সঙ্গে শোনা গেল রাজনীতি বলতে, তাঁর ভাবনার কথা।
মুখ্যমন্ত্রী হিসেবে বারবার প্রকল্প, প্রশাসন, বিরোধীদের নিয়েই কথা শোনা যায় তাঁর মুখে। তার বাইরে রিয়েলিটি শোতে মুখ্যমন্ত্রীকে বেশ কিছুটা হালকা মেজাজেই দেখা গেলেও, সজাগ মুখ্যমন্ত্রী বার্তা দিলেন লড়াকু মেয়েদের জন্য। অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে তিনি জানান, যে সমস্ত মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে চান, তাঁদের সাহায্যার্থে ৫ লক্ষ করে দেবে রাজ্য সরকার। ২ লক্ষ মানুষ এই সুযোগ পাবেন, দিদি নং ১- এর মাধ্যমে এই বার্তা আরও অনেকের মাঝেই ছড়িয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, চাইলে "দিদি নং ১" এই বিষয়ে কো-অর্ডিনেট করতে পারে। তাঁর মতে, অনেকেই এতে উপকৃত হবেন। বাংলার দ্রব্য যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেটাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানান বাংলার ব্যাগ, শাড়ি নিয়ে বৃহত্তর লক্ষ্যের কথা, দেউচা পচামি, রাজ্যের মানুষের কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানের সঞ্চালিকা মুখ্যমন্ত্রীর ছোটবেলা সম্পর্কে জানতে চাইলে, তিনি ফেলে আসা দিনের কথা বলেন। এক কথায় বলেন, "হারিয়ে গেছে" তাঁর ছোটবেলা। বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনা, সংসার চালানো, কাঁধে দায়িত্ব তুলে নেওয়া, রাত ৩টায় উঠে রান্না করা, স্কুলে পড়ানো, মায়ের হাতে রোজগারের টাকা তুলে দেওয়া, একে একে সব কথা ভাগ করে নিন সকলের সঙ্গে। মুখ্যমন্ত্রীর জন্মদিন দিয়ে বেশ ধোঁয়াশা ছিল, এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর জন্মদিন আসলে দুর্গাষ্টমীর দিন। পরিবার প্রসঙ্গে জানান, তাঁর প্রজন্মে তিনি যেমন তাঁর পরিবার ধরে রেখেছিলেন, পরবর্তী প্রজন্মে তেমন সেই দায়িত্ব পালন করছেন অভিষেক। মমতা ব্যানার্জি বলেন, "আমার প্রজন্মকে আমি ধরে রেখেছিলাম, এখনকার প্রজন্মকে ধরে রেখেছে অভিষেক।" নিজের রাজনীতির ধারণা নিয়েও কথা বলেন। সাফ জানান, "আমার রাজনীতি এখনকার রাজনীতি নয়। আমার রাজনীতি মনে সমাজনীতি।" অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সমাজ মাধ্যমকে সচেতনভাবে ব্যবহারের বার্তা দিয়েছেন। নিজের অনশন, ধর্নার কথাও তুলে ধরেন কথার মাঝে।
একের পর এক রাউন্ডে মুখ্যমন্ত্রী সহ চার প্রতিযোগী প্রশ্নের উত্তর দেন, কখনও রুটি বেলতেও দেখা গেল। যিনি কড়া ভাষায় বিরোধীদের সমালোচনা করেন, রাজ্য চালান, তাঁকে এই অনুষ্ঠানের মাধ্যমে একেবারে ঘরোয়া মেজাজে রুটি বেলতেও দেখা গিয়েছে। তাঁর ডায়েট কী? প্রশ্নে তিনি শরীরচর্চা, প্রাণায়ামের কথা বলেন। নিজের লেখা কবিতা পাঠ করে শোনান। ছবি আঁকেন ক্যানভাসে। গানের তালে পা মেলান, বাজান ধামসা।
২ ঘন্টার অনুষ্ঠানের শেষে এসে বলেন, অনুষ্ঠান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। এদিনের পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সী সহ বিশিষ্ট সংগীতশিল্পীরা। ট্রেলর, টিজারের পর রবিবাসরীয় সন্ধেয় দেখা মিলল হুল্লোড়ে, হালকা মেজাজে থাকা মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠানে এসে তিনি "আনন্দিত" বলেও জানান। অনুষ্ঠানের প্রথমভাগে গাওয়া হয় রাজ্য সঙ্গীত "বাংলার মাটি, বাংলার জল", শেষ হয় "বাংলায় গান গাই" দিয়ে।
নানান খবর

নানান খবর

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১